ড্রাইভার ছাড়া গাড়ি চলবে
![]() |
| Robotic car - The robot 24 |
সম্প্রতি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ইয়ামা এমন একটি গাড়ি আবিষ্কারের কথা জানিয়েছে যেটি চালাতে কোন ধরনের ড্রাইভার এর প্রয়োজন নেই আর সেটি চলবে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের উপর নির্ভর করে অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান সেই রোডে আপনি ড্রাইভ স্টার্ট নাও দিয়ে ক্লিক করলেই সেই গাড়িটি আপনা আপনি স্টার্ট হয়ে যাবে এবং নির্বাচিত স্থানে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যাবে কিন্তু গবেষকরা এটিকে মারাত্মক ব্যাধি হিসেবে দেখছে কারণ পৃথিবীতে এমন কোন রুট নেই যেখানে এই গাড়ি চলতে পারবে কারণ বর্তমানে সব গাড়িগুলো ই মানুষ চালায় অর্থাৎ এই ড্রাইভারবিহীন গাড়িটি কোনভাবে ওভারটেক করতে সক্ষম নয় সে তার রুলস অনুযায়ী চলবে ধরুণ রাস্তার মাঝখানে কোন পথচারী এসে পড়লেন তখন সেটি ব্রেক করবে না কারণ সেটি তার রুলের অধীনে নয় এরপর ধরুন গাড়িটির গতি হলো 100 কিলোমিটার প্রতি ঘন্টায় তার সামনে আরেকটি গাড়ি আছে যেটি 40 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে তখন ওভারটেক করতে পারবে না তখনই এক্সিডেন্ট হবার সম্ভাবনা থাকে এমনকি এই গাড়িটি ট্রাফিক রুলস বুঝবে না তখন এটি জাতীয় সমস্যায় পরিণত হবে যেভাবে হয়েছে চালকবিহীন বিমান
