Header Ads

Header ADS

১১২ টি বিবাহ করেছেন যে মহিলা


The Robot 24 প্রতিবেদন:
ঘটনাটি ঘটে ভারতের মিজোরাম রাজ্যে শিলাইদহ জেলার অন্তর্গত শান্তি গ্রামে | উনার নাম দিবিয়া আগ্রাবাদ | ঘটনার সূত্রপাত হয় উনার কর্মজীবন থেকে| প্রথমে তিনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন |তখন উনার বিয়ে হয় কিন্তু বিয়ের তিনমাসের মাথায় উনার স্বামী মারা যায় | এরপর আবার বিয়ে হয় কিন্তু এরপরও তিন মাসের মাথায় উনার ওই স্বামী মারা যান |এভাবেই তিনি 112 টি বিয়ে করেন| সবাই মারা গেছেন তিন মাসের মাথায় |ব্যাপারটি যখন উঠে আসে তখন একদল প্রফেশনাল গোয়েন্দা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছিল| সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন একটি লোমহর্ষক ঘটনা উঠে আসে| যে মহিলাটি মানুষের রক্ত পান করতেন|
 সেটা তিনি শিখেছেন একজন তান্ত্রিক এর কাছ থেকে|  প্রতি তিন মাস অন্তর অন্তর পান করলে তিনি আজীবন বেঁচে থাকবেন| এমন ধারণা ও তিনি করেন| অতঃপর তিনি একটি ফন্দি পাতলেন এবং একে একে সবার রক্ত পান করলেন| বর্তমানে তিনি মিজোরাম রাজ্যের পুলিশের হেফাজতে রয়েছে ওনার নামে 543 টি মামলা রয়েছে|
Blogger দ্বারা পরিচালিত.