৩৪৩ টি সন্তানের পিতা-মাতা যে দম্পতি
The Robot 24 প্রতিবেদন:
343 টি সন্তানের পিতা মাতা হলেন অকল্যান্ডে বসবাসকারী মিস্টার রূপ সন এবং মিসেস রুখ সং তাদের বর্তমান বয়স 93 এবং 71 উনারা নিঃসন্তান ছিলেন| সেই দুঃখে মিস্টার রূপ শোন একটি শিশু আশ্রম খুলেন | ক্রমান্বয়ে সেই শিশুশ্রমের সংখ্যা হয়ে দাঁড়ায় 343 জন | উনারা এদেরকে অনাথ এতিম মনে করেন না | এমনকি এই অনাথ আশ্রমের বাচ্চাদের নিবন্ধন এ বাবা মায়ের নামে জায়গায় উনাদের নাম আছে | অর্থাৎ সমস্ত ডকুমেন্ট অনুযায়ী 343 জন বাচ্চার জননী হলেন এই ব্রিটিশ দম্পতি | উনাদের এই অসামান্য কাজের অবদানের জন্য দুই জনই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নাইট উপাধি পেয়েছেন|
