Header Ads

Header ADS

বারমুডা ট্রায়াঙ্গল রহস্যের সমুদ্র

Barmuda triangle - The robot 24
The Robot 24
বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি আমরা যতটা জানি তার অর্ধেকেরও বেশি মিথ্যা  উদাহরণ হিসেবে বলা যাক একটি ঘটনা খুবই প্রচলিত যে একজন নাবিক ওই বারমুডা ট্রায়াঙ্গলের দিকে উনার জাহাজ নিয়ে যাচ্ছিলেন তারপর উনি হঠাৎই বললেন এত বড় মাছ কী এত বড় মাছ তো আগে কখনো দেখিনি কিংবা একজন নাবিক ওই দিকে যাচ্ছিলেন তখন তিনি বলে উঠলেন যে ওটা আমাদেরকে টানছে কেন এত বড় জিনিস টা কি কিংবা কিছু কিছু ভ্রমণকারী ওই এলাকায় ভ্রমণ করছিলেন হুট করে ঘূর্ণিঝড় চলে আসে তারপর উনারা তিন হাজার কিলোমিটার দূরে নিজেদের কে আবিস্কার করে মাত্র 20 মিনিট পরে এই ধরনের অসংখ্য রহস্যপূর্ণ ঘটনা আছে এই জায়গাকে নিয়ে মূলত এই জায়গাটি অবস্থান করছে ক্যারিবিয়ান দ্বীপের আশেপাশে অনেকেই মনে করেন এটা হল পৃথিবীর অন্যতম রহস্যের জায়গা যেখানে শয়তান কাজ করে কিন্তু বিজ্ঞান সেটার উল্টো ভাবে দেখে বিজ্ঞান প্রমাণ করেছে এখানে অত্যাধিক পরিমাণে চুম্বকীয় আকর্ষণ আছে শুধু চুম্বক আকর্ষণ নয় এমন কি মহাকর্ষ বল এই জায়গায় খুব বেশি কাজ করে আমরা জানি মহাকর্ষ বলের প্রথম কাজ হলো উপরের দিকে কিছু চলছে সেটা নিচের দিকে যাওয়া ঠিক সেভাবে এই জায়গাটি কাজ করে যে এর উপর দিয়ে এরোপ্লেন কিংবা পাখি গেলে কিংবা কোন কিছু গেলে সাথে সাথে সেটা সমুদ্রের নিচে চলে যায় আবার অনেকেই মনে করেন এটা পৃথিবীর মধ্যে জীবন্ত ব্লেকহোল কিন্তু এটা কোনভাবেই সম্ভব নয় কারণ ব্লেকহোল কোন গ্রহের একটি অংশ হতে পারে না   সবশেষে কথা হল এই বারমুডা ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভূজ হলো একটি প্রাকৃতিক শক্তি যা আমরা অতি প্রাকৃতিক শক্তি হিসেবে মনে করি
Blogger দ্বারা পরিচালিত.