আহসান মঞ্জিলের ভুতুড়ে ঘটনা
![]() |
| Ahsan monjil-the Robot 24 |
আহসান মঞ্জিল তার বিখ্যাত কারুকার্য আর প্রথম বিদ্যুৎ বাতি জ্বালানোর জন্য বিখ্যাত বর্তমানে এটি সরকারী জাদুঘর হিসেবে পরিচিত আহসান মঞ্জিল গিয়েছেন ফিরে আসার পর প্রশংসা শুনেন নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন তবে এই সুন্দর ভবনে ও একটি ভৌতিক ঘটনা আছে যেটা আশেপাশের এলাকার সবাই জানেন বিশ্বাস করেন এমন কি কেউ কেউ দেখার
দাবি করেন সেটা হলো আহসান মঞ্জিলে মধ্যরাতে পরী বিবির মাজার থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসে সেটা পুরো আহসান মঞ্জিলে ঘুরে বেড়ায় তবে আজ পর্যন্ত এ জন্য কারো ক্ষতি হয়েছে সেটা শোনা যায়নি এর পেছনে কি কাহিনী বা রহস্য লুকিয়ে আছে কিংবা এই কাহিনীটি সত্য নাকি আজব গুজব সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে আহসান মঞ্জিলের সবচেয়ে রহস্যপূর্ণ একটি সুরঙ্গ রয়েছে যেটি কোথায় শেষ কেউ জানে না
